সৌরভ-পন্টিংয়ের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন শেবাগের

Date:

Share post:

টানা পাঁচ ম্যাচ হেরেছে দিল্লি ক্যাপিটালস। হারের সব দায় কি খেলোয়াড়দের? ব্যর্থতার কিছু দায় দিল্লির কোচ রিকি পন্টিং ও ডিরেক্টর সৌরভ গাঙ্গুলির ওপর চাপিয়েছেন সাবেক ভারতীয় ব্যাটার বিরেন্দ্র শেবাগ। 

ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক ওপেনার শেবাগ বলেছেন, ‘যদি দলের জয়ের কৃতিত্ব কোচকে দেওয়া হয়, তাহলে হারের দায়ও তাদেরই নিতে হবে। হতে পারে এই দলটিকেই গত মৌসুমে ফাইনালে তুলেছিলেন রিকি পন্টিং। কিন্তু চলতি মৌসুমে তিনি ব্যর্থ। শুধু পন্টিং কেন, গোটা ম্যানেজমেন্ট ব্যর্থ।’

শেবাগ আরও বলেছেন, ‘এটা ভারতীয় দল নয়, জিতলে কোচ কৃতিত্ব নেবে আর হারলে অন্য কারও ওপর দায় চাপাতে হবে। এখানে হারলে কোচকেই পুরো দায় নিতে হবে। পন্টিংরা করছেন কী? কোনো ম্যাচে পরিকল্পনা কাজে লাগাতে পারছেন না। দেখে তো মনে হচ্ছে, ওদের কোনো পরিকল্পনাই নেই। ওরা জিততেই চাইছে না।’

সৌরভকে ইঙ্গিত করে শেবাগ বলেছেন, ‘সত্যি বলতে কোচিং স্টাফ কোনো অবদান রাখতে পারছে না। আপনার ড্রেসিংরুমে অনেক বড় মানের অনেকে থাকতে পারেন। কিন্তু ব্যাটাররা রান না পেলে, বোলাররা উইকেট না পেলে তাঁদের থেকে কী লাভ!’

এর আগে দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নারের একহাত নিয়েছিলেন বিরেন্দ্র শেবাগ। মারকুটে ব্যাটার ওয়ার্নার পুরনো ছন্দে নেই। তাকে নিয়ে শেবাগ বলেন, বলে বলে রান করার জন্য ওয়ার্নারের আইপিএল খেলতে না আসা উচিত।